ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
পাথরঘাটায় নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, ঢাকনা, সড়ক নির্মাণ, সড়ক বাতি স্থাপনসহ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর পাথরঘাটা সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন পাথরঘাটার-কাকচিড়া সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, পাথরঘাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল কবির মিরাজ, পাথরঘাটা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মধু, দলিল লেখক খলিলুর রহমান, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জসিম, যুবলীগ নেতা জাকির হোসেন খান, অ্যাডভোকেট নুরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, আব্বাস উদ্দিনসহ দুই শতাধিক স্থানীয় নাগরিক।

সেখানে বক্তারা বলেন, পাথরঘাটা পৌরসভা ৩০ জানুয়ারি প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। অথচ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌর নাগরিকরা।  দ্রুত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি করেন তারা।

এর আগে পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম কাকনের উদ্যোগে জুম্মা নামাজের পর তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া পরিচালনা করেন পাথরঘাটা সাব-রেজিস্ট্র জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।