ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পদ্মায় বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পদ্মায় বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর অংশে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ছয়জনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন হরিররামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- দোহারের বাহ্রা গ্রামের সোরাবের দুই ছেলে মো মুন্নাফ (৪৫) ও মো. খোকন (২৪); পটুয়াখালীর জেলার ঢেউখালী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. নুর আলম (৪৫); একই গ্রামের ইসমাইল মৃধার ছেলে মো. লালু (৫০), ফুরকানের ছেলে ফিরোজ মৃধা (২৮) ও পটুয়াখালীর জেলার বদরপুর গ্রামের আবুল কামালের ছেলে মো. ফেরদৌস (২৫)।  

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া জানান,  পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে ছয়জনকে আটক করা হয়। আটকদের এক মাস করে কারাদণ্ড ও একটি বাল্কহেড ও আনলোড মেশিন জব্দ করে পুলিশের জিম্মায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।