ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশ্রয়ণ প্রকল্পের রড চুরি, চেয়ারম্যান ও তার ছেলের নামে মামলা

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আশ্রয়ণ প্রকল্পের রড চুরি, চেয়ারম্যান ও তার ছেলের নামে মামলা

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প থেকে রড চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও তার ছেলেসহ তিনজনের নামে মামলা হয়েছে।
 
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী শাওন হাসনাত।


 
এতে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মুখলেছ মিয়া, তার ছেলে তানজীম মিয়া ও হৃদয় মিয়া নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
 
মামলায় অভিযোগ করা হয়েছে, গত শনিবার রাতে নূরপুর ইউনিয়নের নির্মাণাধীন সুরাবই আশ্রয়ণ প্রকল্প থেকে ৮৫ কেজি রড চুরি হয়। রোববার বিকেলে মুখলেছ মিয়ার বাড়ি থেকে সেগুলো উদ্ধার করা হয়েছে।
 
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল বাংলানিউজকে জানান, আসামিরা রডগুলো চুরির পর বিক্রির জন্য একটি দোকানে নেন। ওই দোকানদার সেগুলো না কিনে প্রশাসনকে জানিয়ে দেন।
 
তিনি আরও জানান, সাবেক চেয়ারম্যান মুখলেছ মিয়া, তার ছেলে ও হৃদয়কে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।