ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি লিলি বেগম (চাদর গায়ে)

ঢাকা: যশোর জেলার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. লিলি বেগমকে (৬০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) যশোরের বেনাপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, আটক লিলি যশোরের বেনাপোল এলাকার একজন সিন্ডিকেট মাদকবিক্রেতা। তিনি সীমান্ত এলাকা থেকে হেরোইন কিনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করতেন।

১৯৯০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলার পর তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক থেকে মাদক বিক্রির কাজ চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।