ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাথমিক বৃত্তি পেল ভোলা কালেক্টরেট স্কুলের ১২ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
প্রাথমিক বৃত্তি পেল ভোলা কালেক্টরেট স্কুলের ১২ শিক্ষার্থী

ভোলা: ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে নয়জন ট্যালেন্টপুলে ও তিনজন সাধারণ বৃত্তি পেয়েছে।

স্কুলটি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

ভোলার জেলা প্রশাসক ও ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সভাপতি তৌফিক-ই-লাহী চৌধূরীর সার্বিক নির্দেশনায় এমন সফলতা এসেছে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও  ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. তৌহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসক ও সভাপতি তৌফিক-ই-লাহী চৌধূরীর সার্বিক নির্দেশনায় স্কুলের গুনগত মান বজায় রেখায় এমন সফলতা এসেছে। ভবিষ্যতেও ভালো ফলাফল অব্যাহত রাখতে আরও নিবিড়ভাবে পাঠদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।