ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

আরও দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, মার্চ ৮, ২০২৩
আরও দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর আজ আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের একদিন পর উদ্ধার দুই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মোমিনুর রহমান বলেন, সিদ্দিকবাজারের ঘটনায় আজ দুটি মরদেহ উদ্ধার হয়। দুটি মরদেহ শনাক্ত করেছেন তার স্বজনরা। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।  

তিনি আরও বলেন, গতকাল ১৭টি মরদেহ হস্তান্তর করা হয়েছিল। আজ দুটি মরদেহ হস্তান্তর করা হয়েছে। মোট ১৯টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার বিকেলের দিকে বিস্ফোরণটি ঘটে। এতে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, যতক্ষণ নিখোঁজের অভিযোগ থাকবে, ততক্ষণ অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এজেডএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।