ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় জেলেদের মাঝে ছাগল বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বরগুনায় জেলেদের মাঝে ছাগল বিতরণ 

বরগুনা: বরগুনায় আমতলীতে ২০ জেলের মাঝে ৪০টি ছাগল ও ছাগল পালনের ২০টি  ঘর, ২০ বস্তা দানাদার খাবার, কৃমিনাশক ট্যাবলেট  বিতরণ করা হয়েছে।

সোমবার(১৩ মার্চ) সকালে হলদিয়া, চাওড়া, আঠারগাছিয়া, আরপাঙ্গাশিয়া, কুকুয়া, আমতলী সদর, গুলিশাখালী ও পৌরসভার জেলের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়।

ছাগল বিতরণের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম।

দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের  আওতায় আমতলী উপজেলা মৎস্য অফিস তাদের কর্যালয়ের সামনে এ ছাগল বিতরণ করে।

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, কুকুয়া  ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন ও মেরিন ফিসারিজ কর্মকর্তা এসএম ফারাহ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।