ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, এপ্রিল ৩, ২০২৩
বিশ্ববিদ্যালয় ছাত্রীকে কুপিয়ে মোবাইল ছিনতাই

ঢাকা: রাজধানীর আফতাব নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপূর্ণা আক্তার ইতি নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

সোমবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, রোববার (২ এপ্রিল) দিনগত রাত সোয়া ১০টার দিকে আফতাব নগর সি ব্লক এলাকায় ওই ছাত্রী ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়।

ঘটনা পরপরই ওই শিক্ষার্থী সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেয়। ঘণ্টা ব্যাপী চিকিৎসা নেওয়ার পরে বাসায় ফিরে যান তিনি।  এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।  

তবে ভুক্তভোগী ছাত্রীর পক্ষ থেকে কেউ থানায় এলেই মামলা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মামলা না হলেও ছিনতাইকারীদের ধরতে পুলিশের টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।