ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

মৎস্য ভবনের সামনের রাস্তায় এক ব্যক্তির লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, এপ্রিল ১৭, ২০২৩
মৎস্য ভবনের সামনের রাস্তায় এক ব্যক্তির লাশ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মৎস্য ভবনের সামনের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বশাক জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। থাকতেন ফুটপাতে। বিকেলে ফুটপাতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।