ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বামীর কাছে টাকা নেই, বাপের বাড়ি যেতে না পারায় স্ত্রীর আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
স্বামীর কাছে টাকা নেই, বাপের বাড়ি যেতে না পারায় স্ত্রীর আত্মহত্যা! প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগে আয়শা আক্তার আশা (১৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে। তবে এটা আত্মহত্যা না হত্যা, পুলিশ তা এখনও নিশ্চিত হতে পারেনি।

 

তার স্বামী অটোচালক ওবাইদুর রহমান রনি দাবি করেছেন, বাপের বাড়ি যাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে মনোমালিন্য হয়। এই কারণে আয়শা গলায় ফাঁস দেন।  

রনি পেশায় একজন অটোরিকশা চালক। এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

সোমবার (২৪ এপ্রিল) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার।

তিনি জানান, আয়শা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাদশা মিয়ার মেয়ে। তিনি স্বামী রনির সঙ্গে সবুজবাগের রাজারবাগ কালীবাড়ি এলাকায় একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

তিনি আরও জানান, আয়শার স্বামী একজন অটোরিকশা চালক। আয়শা বাবার বাড়ি যেতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে কিছুদিন অপেক্ষা করতে বলেছিলেন। এসব কথা নিয়ে আজকে সকালের দিকে স্বামীর সঙ্গে আয়শার মনোমালিন্য হয়। এর মধ্যে তিনি ওই টিনশেড বাড়িতে রুমের দরজা আটকে গলায় ফাঁস দেন। তাৎক্ষণিকভাবে তার স্বামী তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরের দিকে কর্তব্যরত চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন।

মুগদা হাসপাতাল থেকে আয়শার মরদেহ হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এদিকে সবুজবাগ থানার ওসি (তদন্ত) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, আয়শার বাবার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে হলেও তার বাবা বাদশা মিয়া খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন। আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।