ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শামুক কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মে ২, ২০২৩
শামুক কুড়াতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় হাঁসের জন্য শামুক সংগ্রহ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় জাহানারা বেগম ঝুনু (৬৫) নামে এক শ্রবণ প্রতিবন্ধী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ মে) সকাল ৯টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি এলাকায় ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জাহানারা বেগম উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামের সালাম শেখের স্ত্রী। তার চার ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

নিহতের স্বামী সালাম শেখ বলেন, হাঁসের খাবার শামুক সংগ্রহ করে আনার জন্য আমার স্ত্রী জাহানারা বেগম সকালে রেললাইনের পাঁশে একটি খাদে যায়। সেখান থেকে ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমার স্ত্রী কানে কম শুনতেন।

এ বিষয়ে নগরকান্দা থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।