ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলায় চিকিৎসক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৪, মে ৫, ২০২৩
বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলায় চিকিৎসক গ্রেপ্তার

যশোর : যশোরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুদীপ্ত হাসান দ্বীপ নামে এক এমবিবিএস চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০৪ মে) যশোর শহরের জেল রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক সুদীপ্ত হাসান দ্বীপ যশোর শহরের পুরাতন কসবা ঢাকা রোড এলাকার তৈবুর রহমানের ছেলে।  

পুলিশ জানায়, ভুক্তভোগীর মামলার কারণে ওই চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মামলায় উল্লেখ করেন, ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে সুদিপ্তের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সুদীপ্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। যশোর শহরের পালবাড়ি, সিলেটসহ বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেন। কিন্তু পরবর্তিতে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে পাল্টা তার ক্ষতি করার ষড়যন্ত্র শুরু করেন। বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নেন।

যশোর কোতয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এছাড়া ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ৫, ২০২৩
ইউজি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।