ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি গার্মেন্টস শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ৫, ২০২৩
ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি গার্মেন্টস শ্রমিকদের

ঢাকা: ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা।

শুক্রবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের’ ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে তারা এ দাবি জানান।

সমাবেশে সভাপতির বক্তব্যে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, দেশ ও পোশাক শিল্পের অর্থনীতির চাকা সচল রাখতে সক্রিয় ভূমিকা পালন করে গার্মেন্ট শ্রমিকরা। কিন্তু এই শিল্পের শ্রমিকরা অত্যন্ত নিম্ন মজুরিতে শ্রম দিয়ে যাচ্ছে। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার কারণে তাদের জীবনযাত্রার মান একেবারেই নিম্নমুখী। এছাড়া দেশে শ্রম আইন-২০০৬ এর সঠিক বাস্তবায়ন না থাকার কারণে শ্রমিকদের অধিকার প্রায় ক্ষেত্রেই লঙ্ঘিত হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক শিল্পের শ্রমিকরা। তাই পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক উর্মি আক্তার, প্রচার সম্পাদক ইয়াহিয়া খান, হোপলোন অ্যাপারেলস লিমিটেড সম্মিলিত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হালিমা বেগম, আর এমজি ওয়ার্কার্স ফোরামের চেয়ারম্যান লিলি বেগম, ফাউন্টেন গার্মেন্টস মেনুফেকচারিং কোম্পানি লিমিটেড সম্মিলিত শ্রমিক ইউনিয়নের জলি আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসসি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।