ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ১৮, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত

ঢাকা: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গেঞ্জি।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই যুবক প্রাণ হারান। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ১৮, ২০২৩
এজেডএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।