ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শরিয়তপুরের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি রাজধানীতে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
শরিয়তপুরের ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি রাজধানীতে গ্রেপ্তার

ঢাকা: রাজধানী থেকে ফারুক শিকদার ওরফে রাজন (৩১) নামে শরিয়তপুরের ডামুড্যা থানার ধর্ষণ মামলার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

সোমবার (৫ জুন) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

অধিনায়ক জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তার নামে শরিয়তপুর জেলার ডামুড্যা থানায় ২০১৩ সালে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন-যাপন করে আসছিলেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।