ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উঠানে বজ্রপাতে নারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
উঠানে বজ্রপাতে নারী আহত

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাইয়ে বাড়ির উঠানে রোদে শুকাতে দেওয়া জিনিসপত্র আনতে গিয়ে বজ্রপাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী আহত হয়েছেন।

বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার সিংহগ্রামে এ ঘটনা ঘটে।

আহত আয়েশা খাতুন ওই গ্রামের কৃষক আব্দুন নূর মিয়ার স্ত্রী। তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আয়েশা খাতুন সকালে তাদের বাড়ির উঠানে জিনিসপত্র শুকাতে দেন। ১০টার দিকে আকাশে মেঘ জমে অন্ধকার হয়ে আসছিল। বৃষ্টি হতে পারে ভেবে তিনি উঠান থেকে কাপড়গুলো আনতে যান। এমন সময় বিকট শব্দে বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে একটি চিৎকার দিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন, বজ্রপাতে আহত নারী যদি আবেদন করেন, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সরকারি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।