ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
সিলেটে স্বামী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড আদালতের রায়: প্রতীকী ছবি

সিলেট: সিলেটে স্বামী হত্যায় পারভীন আক্তার নামে এক নারীর মৃত্যুদণ্ড হয়েছে। পাশাপাশি রায়ে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম নাসির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন আক্তার (২৫) সিলেটের পীরেরবাজার শাহসুন্দর মাজার সংলগ্ন এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী।

সিলেট মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৫ সালের ৮ নভেম্বর পীরেরবাজার শাহসুন্দর মাজার সংলগ্ন স্বামী আলী হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করা করেন পরভীন বেগম। এ ঘটনায় পরদিন ৯ নভেম্বর শাহপরান থানায় মামলা করেন নিহতের ভাই সিলেটের জাফলং মামার দোকান এলাকার মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলে মো. জমির হোসেন।

ঘটনার পর গ্রেপ্তার পারভীন বেগম দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।

এ ঘটনায় একমাত্র আসামি পারভীন বেগমকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মহানগরীর শাহপরান (র.) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলে মাসুদ।

মামলাটি বিচারের জন্য আদালতে দায়রা ১৮৯২/’১৬ মূলে রেকর্ডের পর ওই বছরের ১০ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানিতে ২৪ জন সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ৩০২ ও ২০১ ধারায় আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।

মামলায় আসামি পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন এপিপি নাসির উদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।