ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, জুলাই ১৭, ২০২৩
সোনারগাঁয়ে ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আখতারুজ্জামান নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আখতারুজ্জামান ওরফে দিলশানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আখতারুজ্জামান নীলফামারী সদর থানার কানিয়াল খাতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- অঞ্চল) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানা পুলিশ কাঁচপুর ওমর আলী স্কুলের সামনে অভিযান পরিচালনা করে। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে মো. আখতারুজ্জামান ওরফে দিলশান নামের এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তাকে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ