ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
কুলিয়ারচরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ট্রাকের ধাক্কায় মুরাদ হোসেন (৩৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রবি মিয়া (৫০) ও শ্রাবণ (২০) নামে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০২ আগস্ট) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার দারিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম জানা গেলেও ঠিকানা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দারিয়াকান্দি এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মুরাদ হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত রবি মিয়া ও শ্রাবণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।