ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট ফের চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
সৈয়দপুর-কক্সবাজার ফ্লাইট ফের চালু ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট আবার চালু হয়েছে। অনেকটা বিরতির পর বাংলাদেশ বিমানের এই ফ্লাইট ফের চালু হলো।

শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, সৈয়দপুর বিমানবন্দর থেকে সপ্তাহের শুক্রবার ও সোমবার ১২টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং অপরদিকে কক্সবাজার থেকে বুধবার ও শনিবার ১২টা ৪০ মিনিট ফিরবে। করোনাকালে এই বিমান চলাচল বন্ধ থাকলেও এটি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

এছাড়া সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রার ১৮টি ফ্লাইট প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ