ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

স্মার্টফোনে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ব্যবহার করা যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
স্মার্টফোনে ই-ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ব্যবহার করা যাবে প্রতীকী ছবি

ঢাকা: মোটরযানের ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন ও ব্যবহারের বিষয়ে স্পষ্টীকরণ করেছে সরকার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করা যাবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে। মোটরযান চালকগণ ড্রাইভিং লাইসেন্সের ন্যায় স্মার্ট মোবাইল ফোনে ই-ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করে ব্যবহার করতে পারবে। যা কিউআর কোডের মাধ্যমে যাচাই করা যাবে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হছে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এমআইএইচ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।