ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা মেডিকেল কলেজের হলে শিক্ষার্থীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
ঢাকা মেডিকেল কলেজের হলে শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী হলে জয়া কুণ্ডু (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর রুমমেট পৃথুলা রায় বলেন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের (কে-৭৬) সেশন ২০১৮- ২০১৯ এর শিক্ষার্থী ছিলেন জয়া। কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে জয়া কুণ্ডু, লাবনী রায়সহ তিনজন থাকতেন তারা।

তিনি আরও বলেন, সকালে লাবনী রুম থেকে বের হয়ে যায়। সকাল ১০টার সময় জয়াকে রুমে রেখে আমিও বের হই। সকাল সাড়ে ১০টার দিকে জানতে পারি জয়া রুমে গলায় ফাঁস দিয়েছে। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

পৃথুলা জানান, জয়া অনেকদিন ধরে ডিপ্রেসনে ভুগছিল। বিভিন্ন জায়গায় তার কাউন্সিলিং হচ্ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

মৃত জয়ার ভাই পার্থ কুণ্ডু জানান, তিনি নিজে বুয়েটে পড়েন। বোনের মৃত্যুর  খবর পেয়ে হাসপাতালে আসেন তিনি। তাদের বাড়ি, খুলনা সদর কুয়েট রোড ফুলবাড়ি গেট এলাকায়। তার বাবার নাম গিরিন্দ্রনাথ কুণ্ডু।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ