ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে যৌথ অভিযান

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা শিবিরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব), আনসার ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

১৪ এপিবিএন এর দেওয়া প্রেস রিলিজে জানানো হয়, শনিবার (২৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এ অভিযানে ৪৭৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন।

অভিযানে কএনা দুষ্কৃতকারী বা সন্ত্রাসীকে আটক করা যায়নি। এমনকি কোনো মাদক বা আগ্নেয়াস্ত্রও উদ্ধার নেই বলে এপিবিএন এর পক্ষ থেকে জানানো হয়েছে।

এপিবিএন জানায়, বিশেষ অভিযানে এপিবিএন এর একটি ব্যাটালিয়ান থেকে ১০০ জন করে ৩০০ জন, ৮, র‍্যাবের ৪০ জন, বিজিবির ৪০ জন, জেলা পুলিশের ৪০ জন এবং আনসারের ৫০ জন অফিসার-ফোর্স অংশগ্রহণ করে।  

এছাড়াও জেলা প্রশাসন ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় থেকে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।