ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ৩ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
নড়াইলে ৩ বছর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নড়াইল: নড়াইলের লোহগড়ায় গরু চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ সকালে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া (সাইমনের চর) গ্রামের মৃত তফসীর উদ্দিন মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গরু চুরির মামলায় আদালত হাবিবুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

ওসি নাসির উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্র এলাকা থেকে আজ সকালে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ