ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুরি করা স্বর্ণ স্ত্রী-শাশুড়িকে উপহার দেন রিকশাচালক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
চুরি করা স্বর্ণ স্ত্রী-শাশুড়িকে উপহার দেন রিকশাচালক

ঢাকা: রাজধানীর কল্যাণপুর থেকে যাত্রীর স্বর্ণ চুরির অভিযোগে রিকশাচালক মো. মানিক মোল্যা প্রকাশ মানিক (৪০) ও তার ভাই মো. ইবাদত মোল্যাকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে মাগুরা জেলার সদর থানার নাডিখালী গ্রাম থেকে মানিককে গ্রেপ্তার করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিকশাচালক মানিক গত ৩০ আগস্ট দুই যাত্রীকে নিয়ে কল্যাণপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ওই যাত্রী রিকশা থেকে নামার সময় একটি লাগেজ ভুলে রিকশায় ফেলে যান। পরে মানিক সেই লাগেজ নিয়ে পালিয়ে যান।  লাগেজে থাকা স্বর্ণ প্রথমে স্ত্রীকে উপহার দেন। পরে স্ত্রীর কথায় শাশুড়িকে উপহার দিতে বাকি স্বর্ণ নিয়ে শ্বশুর বাড়ি মাগুরায় চলে যান। এ কাজে তাকে সহযোগিতা করেন তার ভাই ইবাদত। এজন্য ইবাদতকেও একটি স্বর্ণের গহনা দেন মানিক।

তিনি আরও জানান, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে মাগুরা থেকে মানিক ও ইবাদতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।