ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাইকে ট্রাক্টরের ধাক্কা, মাদরাসা শিক্ষকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
বাইকে ট্রাক্টরের ধাক্কা, মাদরাসা শিক্ষকসহ নিহত ২

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে (বাইক) থাকা এক মাদরাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কমলভোগ গ্রামের ছমির উদ্দিনের ছেলে ও চৌগাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক হাবিবুর রহমান হাশেম (৩২) এবং কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কাজলা গ্রামের নাজিমুদ্দিন ছেলে মোটরসাইকেলচালক সম্রাট মিয়া (৩৮)।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সম্রাটের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে করিমগঞ্জ সরকারি কলেজ মোড় পার হচ্ছিলেন মাদরাসাশিক্ষক হাবিবুর। এসময় একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে হাবিবুর ও চালক সম্রাট ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে।  

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।