ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, সেপ্টেম্বর ৪, ২০২৩
গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ: জেলার গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- কাজা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আল আমিনের ছেলে আবির হোসেন রিয়ান (৯) এবং মো. ইজাজুল হকের ছেলে ইমাম হাসান (৭)। তারা সর্ম্পকে সদোহর চাচাতো জেঠাতো ভাই। রিয়ান কাজা সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং হাসান স্থানীয় আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষার্থী ছিল।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল এই দুই শিশু। এ সময় হঠাৎ তারা পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। এর ঘণ্টাখানেক পর বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।