ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, সেপ্টেম্বর ৫, ২০২৩
মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাড়ে তিন বছর বয়সী শিশু অঙ্কিতা দাসের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোহাজারী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত অঙ্কিতা দাস দোহাজারী গ্রামের পলাশ দাসের মেয়ে।

ফকিরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মেয়ে অঙ্কিতা দাসকে নিয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায় মা অনিতা দাস। গোসলের পূর্বে পুকুরের পাড়ে দাঁড়িয়ে প্রতিবেশী এক নারীর সঙ্গে কথা বলছিলেন অনিতা দাস। এসময় শিশু অঙ্কিতা পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে থাকে। এ সময় পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে অনিতা দাস পুকুরে নামেন।  

পুকুর থেকে শিশু অঙ্কিতাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহতেশাম নেছা অঙ্কিতা দাসকে মৃত ঘোষণা করেন।  

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।