ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে মানবপাচার চক্রের ২ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
যশোরে মানবপাচার চক্রের ২ সদস্য আটক

যশোর: যশোরে অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের মূলহোতা শাহজাহানসহ (৩০) দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটক শাজাহান যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগরের সোবাহান আলির ছেলে ও তার ভগ্নিপতি আটক জাভিদ হোসেন একই উপজেলার শ্যামপুর গ্রামের মোহাম্মদ কাদের সর্দারের ছেলে।  

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর শাকিব হোসেন বলেন, নাটোর সদর থানা এলাকার এক নারীকে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে নাটোর থেকে নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা করেন। ওই মামলাটি নাটোরে কর্মরত র‌্যাব-৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শাজাহান যশোর অঞ্চলে অবস্থান করছে।  

পরে বিষয়টি জানার পর যশোর র‌্যাব-৬ প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা সীমান্ত এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে নারীসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
ইউজি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।