ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কাবা শরিফের সামনে মাদক-সন্ত্রাস নির্মূলের শপথ শামীম ওসমানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
কাবা শরিফের সামনে মাদক-সন্ত্রাস নির্মূলের শপথ শামীম ওসমানের

নারায়ণগঞ্জ: ওমরাহ হজ পালন করতে গিয়ে পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী নির্মূলের শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সৌদি আরবে হজ পালনরত অবস্থায় এক ভিডিও বার্তায় একথা জানান তিনি।

শামীম ওসমান বলেন, আমি মন খুলে আমার এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য দোয়া করেছি। আপনারাও দোয়া করবেন যেন আমার হজ কবুল হয়। এ কাবা শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধপল্লী উচ্ছেদ করবো। আল্লাহ আমাকে কবুল করেছিল শেখ হাসিনার উছিলায়।

তিনি আরও বলেন, আপনারা সব ভালো মানুষগুলো যদি এগিয়ে আসেন তাহলে মাদক সমস্যা সমাধান করা সম্ভব। পুলিশের একার পক্ষে এটি সম্ভব নয়। পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যাবস্থা করলে এ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজী সমস্যার সমাধান করা সম্ভব। আল্লাহ যদি বাঁচিয়ে নিয়ে আসে আমি এ ব্যাপারে উদ্যোগ নেব। আমি আপনাদের সবার সহযোগিতা চাই।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।