ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সবার সমন্বয় হলে পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হবে: বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ২, ২০২৩
সবার সমন্বয় হলে পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হবে: বীর বাহাদুর

রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের উন্নয়নে সবার সমন্বয় দরকার। তাহলে এ অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হবে।

সোমবার (০২ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কার্যালয়ে রাঙামাটি প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে সৌজন্য আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী এখানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে দিয়েছেন। সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চোয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য হারুনুর রশীদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ উন্নয়ন বোর্ড এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।