ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজায় ইসরায়েলি হামলায় ১১ সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় ১১ সাংবাদিক নিহত

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ সাংবাদিক নিহত হয়েছেন।  

এদিকে শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি গোলাগুলিতে রয়টার্সের ইশাম আব্দুল্লাহ নামে এক সাংবাদিক নিহত হন।

ওই হামলায় আল জাজিরার আরও দুই সাংবাদিক আহত হয়েছেন।

নিউইয়র্ক ভিত্তিক সংস্থা সিপিজে এক বিবৃতিতে বলেছে, যুদ্ধের প্রথম সাত দিনে অন্তত ১১ জন সাংবাদিক নিহত, দুজন নিখোঁজ এবং দুজন আহত হয়েছেন। নয়জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে; একজন ইসরায়েলি সাংবাদিক নিহত এবং একজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। খবর আনাদুলু।

ছবি: রয়টার্স সাংবাদিক ইশাম আব্দুল্লাহ

সিপিজে বলেছে যে গাজার সাংবাদিকরা বিশেষ করে চলমান বিমান হামলার মধ্যে সংঘর্ষের কভার করার সময় উচ্চ ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

সিপিজে এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রাম সমন্বয়কারী শেরিফ মনসুর বলেন, সাংবাদিকরা সঙ্কটের সময়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন বেসামরিক ব্যক্তি এবং যুদ্ধরত পক্ষের দ্বারা তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয়। সাংবাদিকরা এই গুরুত্বপূর্ণ সংঘাত কভার করার জন্য অঞ্চল জুড়ে মহান ত্যাগ স্বীকার করছে। তাদের জীবনসংহারি মূল্য প্রদান বন্ধ করে  নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা সব পক্ষকেই নিতে হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।