ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লাখাইয়ে ইউপি সদস্যসহ দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
লাখাইয়ে ইউপি সদস্যসহ দুই বিএনপি কর্মী গ্রেপ্তার গ্রেপ্তার: প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ দুই বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বামৈ বাজার থেকে পুলিশ এসল্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে বাংলানিউজকে জানান লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া ।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার ভাদিকারা গ্রামের সুরুজ আলীর ছেলে কেএম জিয়া (৩৫) এবং একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আল আমীন ইসলাম অনিক (৩২)। তারা বিএনপির কর্মী এবং কেএম জিয়া বামৈ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

সন্ধ্যায় থানার উপ পরিদর্শক (এসআই) শাহানুর ইসলাম বামৈ বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এরপর থেকে বাজারে আর কোনো বিএনপি নেতাকর্মীরা উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

ওসি মোহাম্মদ নুনু মিয়া, জানান গ্রেপ্তার দুজন পুলিশ অ্যাসল্ট মামলার আসাসি। তাদের আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।