ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

বর্ধিতাংশের উদ্বোধন উপলক্ষে শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, নভেম্বর ৩, ২০২৩
বর্ধিতাংশের উদ্বোধন উপলক্ষে শনিবার বন্ধ থাকবে মেট্রোরেল ফাইল ফটো

ঢাকা: মেট্রোরেলের বর্ধিতাংশের উদ্বোধন উপলক্ষে আগামীকাল শনিবার (৪ নভেম্বর) বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।

রোববার (৫ নভেম্বর) থেকে আবারও যথারীতি মেট্রোরেল চলাচল শুরু হবে।

গত বুধবার (১ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার (৪ নভেম্বর) উদ্বোধনের জন্য ওইদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। রোববার (৫ নভেম্বর) থেকে আবার চালু হবে মেট্রোরেল।  

শনিবার থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল শুরুতে শুধু মাত্র চারঘণ্টা চলবে এ পথে। আর স্টেশন খোল থাকবে তিনটি। পরে পর্যায়ক্রমে সময় ও স্টেশন বাড়ানো হবে।

এমএএন ছিদ্দিক জানান, শুক্রবার ব্যতীত আগামী রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধুমাত্র মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। বেলা সাড়ে ১১টার পর থেকে মতিঝিল থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৩
এনবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।