ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পরিবহন শ্রমিকদের অবরোধবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
রাজধানীতে পরিবহন শ্রমিকদের অবরোধবিরোধী মিছিল

ঢাকা: বিএনপি-জামায়াত এবং সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন পরিবহন শ্রমিকরা।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে মিছিল মিছিল করেন তারা।

 

মিছিলটি মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে নাবিস্কো ঘুরে আবার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এসে শেষ হয়।

এ সময় তাদের অবরোধ মানি না, মানব না, বিএনপি-জামায়াতের কালো হাত ভেঙে দাওসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে সমাবেশ করেন তারা।

সমাবেশে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া বলেন, আমরা দৈনিক ভিত্তিতে আয় করা শ্রমিক। গাড়ি চালালে বেতন পাই, না চালালে পাই না। আমরা গাড়ি চালাতে চাই, আমরা হরতাল-অবরোধ মানি না।

বিএনপি-জামায়াতের উদ্দেশে তিনি বলেন, গণপরিবহন খাতটি একটি সেবামূলক খাত। অবরোধে সমস্ত যানবাহন চলে, অফিস-আদালত চলে, মিল-ফ্যাক্টরি চলে, শুধু গণপরিবহন কেন আটকা? জায়গায় জায়গায় বাসে আগুন দেন, শ্রমিকদের হত্যা করে, শ্রমিকদের নির্যাতন করেন? আমরা এই হরতাল অবরোধ মানি না।

বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।