ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট: বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় হোসেন শেখ ওরফে কাজল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের কচুয়া উপজেলার শিবপুরে এ ঘটনাটি ঘটে।

হোসেন শেখ কাজল সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর পোলঘাট এলাকার আব্দুস সাত্তার শেখের ছেলে। তিনি মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাও এলাকায় ইসলামি ব্যাংক বাংলাদেশ এর এজেন্ট আউটলেটে চাকরি করতেন।

জানা গেছে, পিরোজপুর-বাগেরহাট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে মোরেলগঞ্জ যাচ্ছিলেন কাজল। কচুয়া উপজেলার শিবপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হামিম পরিবহন নামে দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় কাজলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে কাজলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও, বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।