ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে অস্ত্রসহ নুর হোসেন সাগর (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (২২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি জানানো হয়।

আটক সাগর বশিকপুর এলাকার রফিক উল্যার ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে নুর হোসেন সাগরকে আটক করে র‌্যাব-১১ এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি এলজি, একটি মোবাইল ও পাঁচ হাজার ৪শ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।