ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৪ ঘণ্টায় পুড়েছে পাঁচ যানবাহন: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
২৪ ঘণ্টায় পুড়েছে পাঁচ যানবাহন: ফায়ার সার্ভিস ফাইল ছবি

ঢাকা: সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি জামাতের ডাকা অবরোধ ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৯ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়ার পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে একটি, গাজীপুরে দুইটি, বাগেরহাটে একটি ও সিরাজগঞ্জে একটি যানবাহনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তিনটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮ ইউনিট ও ৪২ জন জনবল কাজ করে।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ২৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের মাধ্যমে মোট ২২৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।