ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাপলা বিল দেখা হলো না, পথেই ঝরল প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, ডিসেম্বর ৯, ২০২৩
শাপলা বিল দেখা হলো না, পথেই ঝরল প্রাণ প্রতীকী ছবি

সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ডিবির হাওরে শাপলা বিল দেখতে গিয়ে পথেই প্রাণ ঝরল তানিম আহমদ নামে এক যুবকের।  

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় যাওয়র পথে সিলেট-তামাবিল সড়কের সারিঘাটে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিম আহমদ গোলাপগঞ্জ উপজেলার পানিআগা গ্রামের বোধন মিয়ার ছেলে। তার আহত সঙ্গীর নাম নাহিদ আহমদ।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও ক্রাইম) শেখ মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতের বন্ধু মুন্না বলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর শাপলা বিলের সৌন্দর্য্য উপভোগ করার জন্য এদিন সকালে বন্ধুরা মিলে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে রওনা হই। পথে জৈন্তাপুরের সারিঘাট নামক স্থানে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নাহিদ ও তানিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তানিমকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।