ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনা: উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
দুর্ঘটনা: উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ 

গাজীপুর: দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলার কারণে দুর্ঘটনার কবলে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

 

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

এ দুর্ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আশপাশের ক্লিনিকে নিয়ে গেছেন।  

জয়দেবপুর রেলওয়ে জাংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ হিরো এসব তথ্য জানান।

তিনি জানান,  রাতের কোনো এক সময় বনখড়িয়া এলাকায় গ্যাসকাটার দিয়ে রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এ সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে। বনখড়িয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।  

এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ঘটনাটিকে ‘নাশকতা’ বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম।  ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।  

ট্রেন দুর্ঘটনায় নিহতের নাম-পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতের নাম আসলাম হোসেন (৩৫)। ময়মনসিংহের গফরগাঁও থানার রওহা গ্রামের বাসিন্দা তিনি।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।