ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে কৃষি ব্যাংকের নিরীক্ষা কর্মকর্তার নামে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ফরিদপুরে কৃষি ব্যাংকের নিরীক্ষা কর্মকর্তার নামে দুদকের মামলা

ফরিদপুর: দুর্নীতির অভিযোগে ফরিদপুরে মো. মোশাররফ হোসেন (৬৪) নামে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এক বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফরিদপুরের সিনিয়র বিশেষ জজ আদালতে দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার মামলা নং-১১।

ফরিদপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর ৩০ লাখ ৩০ হাজার ৯৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেন মোশাররফ হোসেন। এছাড়া মিথ্যা তথ্য দেওয়াসহ দুর্নীতির মাধ্যমে অবৈধ উৎস থেকে ৩৪ লাখ ৭৪ হাজার ৪১৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ করার অভিযোগে কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত বিভাগীয় এ নিরীক্ষা কর্মকর্তার নামে দুদক এ মামলাটি দায়ের করে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।