ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধ্যায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জেলে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
সন্ধ্যায় ট্রলারডুবি: নিখোঁজ ২ জেলে

বরিশাল: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ইঞ্চিনচালিত দুইটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জেলে নিখোঁজ হয়েছেন।

 

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে বানারীপাড়ার সন্ধ্যার খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই জীবিত উদ্ধার হওয়া জেলে সুজন হালদার (৩২) জানান, তার ভাই শিশির হালদার বানারীপাড়া থেকে ঢাকা হয়ে কুয়েত যাবেন। তাই শুক্রবার রাত ১০টার দিকে নিজেদের জেলে ট্রলারে করে চাচতোভাইসহ তিনভাই মিলে শিশিরকে বানারীপাড়া পৌরসভা ফেরিঘাটে নামিয়ে দিতে আসেন।

ফেরিঘাটে স্থানে চা-নাস্তা করে শিশিরকে বিদায় দিয়ে ট্রলারে উঠে তিনজন বাড়ির দিকে রওনা দেন। তাদের ট্রলারটি নদীর খেজুর বাড়ি ও তালাপ্রসাদ গ্রামের মধ্যবর্তী স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তাদের বহনকারী ট্রলার ডুবে যায় এবং তিনজনই নদীতে পড়ে যান। এ সময় স্থানীয়রা আহতাবস্থায় সুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তবে বাকি দুইজনের সন্ধান আর পাওয়া যায়নি।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, নিখোঁজদের পাশাপাশি এ ঘটনায় ডুবে যাওয়া জেলে ট্রলারটির সন্ধানও পাওয়া যায়নি। আর নিখোঁজ জেলেরা হলেন, লিংকন হালদার (২৭) ও রনজিৎ হালদার (৪৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের বাড়ি বানারীপাড়া উপজেলার মসজিদ বাড়ি গ্রামে। নিখোঁজ জেলেদের উদ্ধারে ঘটনাস্থলে অভিযান অব্যাহত রয়েছে।  

বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. অন্তরা হালদার জানান, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ কারও সন্ধান পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডি‌সেম্বর ১৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।