ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
হাজীগঞ্জে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ভোক্তার অধিকার লঙ্ঘন করায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীগঞ্জ এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।

তিনি বলেন, হাজীগঞ্জের আলীগঞ্জ এলাকায় নোংরা পরিবেশের কারণে বেকারি ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাজীগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাক বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ