ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাইবার বুলিং-এর অভিযোগে  এক  শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (১৫ জানুয়ারি) পুলিশ সুপার মুক্তা জানান, গ্রেপ্তার শিক্ষকের নাম উদয়ন ত্রিপুরা (২৭)।

তিনি উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।  

তিনি বলেন, খাগড়াছড়ির ভুয়া ফেইসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেন। এছাড়া অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেন। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সর্ম্পক স্থাপনের  প্রস্তাব দেন। প্রস্তাবে রাজী না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
 
অভিযোগ দায়ের করার ৩৬ ঘণ্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামীকে গ্রেফতার করে পুলিশ। আসামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এডি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।