ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
ভাঙ্গায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় মামলা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (১৯ জানুয়ারি) ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে।

 

এতে ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা এলাকায় জাকির মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গেলে গণপিটুনিতে নিহত হন ইসরাফিল শেখ নামে এক ব্যক্তি।  

নিহত ইসরাফিল উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে।  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, ইসরাফিল পেশাদার একজন চোর। বুধবার (১৭ জানুয়ারি) রাত ৩টার দিকে জাকির মোল্লার ঘরের তালা ভেঙে চুরি করতে গেলে মসজিদের ইমাম সাহেব টের পেয়ে গ্রামবাসীকে জানান। পরে গ্রামবাসী তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নিহন হন তিনি। এ ঘটনায় শুক্রবার ভাঙ্গা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  

** ভাঙ্গায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।