ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে পিসিজেএসএস-এমএনপি'র সংঘর্ষ-গুলি, আতঙ্ক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
রাজস্থলীতে পিসিজেএসএস-এমএনপি'র সংঘর্ষ-গুলি, আতঙ্ক 

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সঙ্গে মারমা ন্যাশনাল পার্টির (এমএনপি) সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার দুর্গম গাইন্দ্যা ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে আগাপাড়া এলাকায় পিসিজেএসএস এবং এমএনপি'র সশস্ত্র গ্রুপের সদস্যরা আধিপত্য ধরে রাখতে মরণ যুদ্ধে লিপ্ত হয়। তবে এতে কোনো হতাহতের খবর কেউ এখনো জানাতে পারেনি। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে ঘটনার পরপর আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অভিযানে নেমেছে বলে জানা গেছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।