ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি নির্বাচনে না আসায় দেশ ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
বিএনপি নির্বাচনে না আসায় দেশ ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছে

গোপালগঞ্জ: নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি নির্বাচনে এলে তাদের সঙ্গে দেশবিরোধীরা থাকত। সে কারণে নির্বাচন একটি উত্তেজনা ও ভয়াবহতা পেত।

বিএনপি নির্বাচনে না অংশ না নেওয়ায় সেই ভয়াবহতার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।

মানিকগঞ্জে ফেরি ডুবে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনা দুর্ঘটনাই, প্রতিনিয়ত এ রকম দুর্ঘটনা ঘটছে। আমরা এ দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌপথ নয়, সড়কপথ নয়, সব ক্ষেত্র নিরাপদ করতে চাই। নৌপথে দুর্ঘটনা অনেক কমে এসেছে। গত পাঁচ বছরের প্রত্যেকটি ঘটনা তদন্ত করেছি এবং তদন্ত কমিটির প্রত্যেকটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট হলো মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। এছাড়া অসংখ্য প্রকল্প রয়েছে, সেগুলো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী পাঁচ বছরের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সব প্রকল্পের কাজ আমরা শেষ করতে চাই।

এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।