ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা আদালতের পিপি’র অপসারণ চান বীর মুক্তিযোদ্ধারা  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
সাতক্ষীরা আদালতের পিপি’র অপসারণ চান বীর মুক্তিযোদ্ধারা
 

সাতক্ষীরা: দুর্নীতির অভিযোগ এনে সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু।

বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জি এম আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবুসহ অনেকে।

বক্তারা বলেন, পিপি আব্দুল লতিফ বিজিবির একজন সিপাহী ছিলেন। অনিয়মের দায়ে চাকুরিচ্যুত হওয়ার পর তিনি জাল সার্টিফিকেটে আইনজীবী বনে যান। কিন্তু দুর্নীতি ও অনিয়মের সেই কালো পথ এখনো পরিহার করতে পারেননি তিনি। কালো পথে কোটি কোটি টাকা আয় করে শহরে প্রাসাদ গড়েছেন।

তারা আরও বলেন, পিপি বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের সঙ্গে সব সময় অসদাচরণ করেন। সাতক্ষীরা সদরের সদ্য সাবেক এমপি রবি স্বাধীনতাবিরোধী ও দুর্নীতিগ্রস্ত পিপি আব্দুল লতিফকে বার বার রক্ষা করেছেন।  

বক্তারা ‘জাল সার্টিফিকেটধারী দুর্নীতিবাজ’ পিপিকে অবিলম্বে অপসারণ করে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।