ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত এক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত এক  দুর্ঘটনাস্থল

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে মো. ফজলুল হক (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার উচাখিলা ইউনিয়নের যুবদল নেতা মো. মুকুল কাজীসহ ছয়জন।

  

সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার মরাখলা এলাকার নার্সারি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক উপজেলার উচাখিলা বাজারের মাছ ব‌্যবসায়ী। তিনি স্থানীয় আমোদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।  

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে এতথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুনমুন বাংলানিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন এবং ছয়জনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের নাম পরিচয় পরে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।