ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাইয়ের বিয়েতে যোগ দিতে আসার পথে দুই ভাইয়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
ভাইয়ের বিয়েতে যোগ দিতে আসার পথে দুই ভাইয়ের মৃত্যু 

রাজবাড়ী: মেজ ভাইয়ের বিয়ে আজ বৃহস্পতিবার এবং ছোট ভাইয়ের বিয়ে আগামীকাল শুক্রবার। আর এমন আনন্দঘন পরিবেশকে শোকের ছায়ায় ঢেকে দিল এক খবর।

 

দুই ভাইয়ের বিয়েতে যোগ দিতে মোটরসাইকেল নিয়ে আসছিলেন ওই পরিবারের আরও দুই সদস্য। পথে দুই ভাইয়ের প্রাণ কেড়ে নিল ঘাতক ট্রাক।

বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)।

রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খানখানাপুর ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলম খান বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক ভাই গাজীপুর থেকে আসছিলেন। অন্য এক ভাইকে দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেলে করে নিয়ে আসার সময় খানখানপুর মকবুলের দোকানের কাছে মাটিবাহী ট্রাকের চাপায় দুইজন নিহত হন।

খানখানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, একসঙ্গে আপন দুই ভাইয়ের মৃত্যুতে বিয়ে বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।